বলদ

সম্বল করিয়া লোটা যেদিন হয়েছ গঙ্গা পার
সেদিন জাগেনি সাড়া একটুও এ বাংলা মুলুকে,
তারপর ক্রমে দেখি শিকড় গেড়েছ সব বুকে।
স্মরণ নিতেই হয়। নতুবা প্রশ্রয় নগ্নতার।
তোমার কৌপিনে ছিল এতখানি বুদ্ধি ও বিচার
আগে তা বুঝিনি মোটে, ভাবিয়াছি বলদ শামিল।
নিজগুণে তুমি সাধু জুড়িয়া বসেছ সারা বিল
বাধ্য হ’য়ে আমাকেই খুঁজে নিতে হয় অন্য দ্বার।

নাক ঢোকানোর বিদ্যা আয়ত্ত করিয়া অবশেষে
আজিকে সফলকাম। প্রশংসা-মুখর মাঠ, নদ
(ফাটকা বাজার থেকে খ্যাতিহীন নিভৃত প্রদেশে
সমানে করেছ ঠাঁই স্থুলোদর, সঞ্চারী পর্বত)
গালে হাত দিয়ে তাই ভাবিতেছি বিবস্ত্রের দেশে
তোমাকে বলদ বলে যে নির্বোধ সেই তো বলদ।।