বড় সাহেব

উর্ধ্বতন সাহেবের পদতলে বেহেশ্‌ত্‌ আমার
মানি না জামাত, পিতা, বন্ধু, ভ্রাতা, আত্মীয় ইত্যাদি
সাহেব আমার শেষ পুনর্বার সাহেবেই আদি –
আমার অটুট ভক্তি দেখে হাসে বেকার চামার।
তাঁর মতো চলি আমি, তাঁর মতো গড়ন জামার
কাষ্ঠ হাসি প্রভৃতিও তৈরী তাঁরি আদর্শের ছাঁচে
মন তাঁর অনুগামী যে মুহূর্তে বিলাতী জাহাজে
সাহেব ছাড়িয়া যান কলকাতা বা বোম্বাইয়ের দ্বার।

তাঁর আশাপথ চেয়ে অফিসে কাটাই দীর্ঘ কাল,
যখন অফিস দ্বারে সাহেব করেন পদার্পণ –
কৃতজ্ঞতাসূত্রে ভাই বেঁকে যায় আমার কাঁকাল
আনন্দে আমার চিত্ত সুধারস করে উদ্গীরণ,
বেকারের উপহাস সে মুহূর্তে লাগে নাকো আর
সাহেবের পদতলে চিরদিন বেহেশ্‌ত্‌ আমার।।