চিরাগি পাহাড়

আশ্চর্য এ পরিচিতি। কে দিয়েছে ও নাম তোমাকে?
তোমার শিখরে দীপ জ্বেলেছিল কোন্ দরবেশ?
তৌহিদী পয়গাম নিয়ে এসেছিল কে ছেড়ে স্বদেশ?
জ্বেলেছিল স্থির আলো কে এখানে জুলমাতের বাঁকে?
শবে-কদরের রাতে যে মোমের শিখা পূর্ণিমাকে
লজ্জা দেয়, সেই অকম্পিত আলো শিখরে তোমার
জ্বেলেছিল বহু শ্রমে মর্দে খোদা- ফকির খোদার
সমাহিত চিত্তে মধু পেয়েছিল মনের মৌচাকে।

সে আলোর দীপ্তি দেখে, সে মধুর স্বাদ নিতে প্রাণে
কত ভ্রান্ত গুমরাহা এল কাছে, এল দলে দলে
আত্মার পাথেয় নিতে, তুলে নিতে প্রাণের সম্বল।
অলেখা সে ইতিহাস মোছে নাই সহস্র তুফানে,
তোমার উজ্জ্বল নাম ছড়ালো সে কথা জলে স্থলে
(কুতুব তারার মত স্থির দীপ্তি ..স্থির..সমুজ্জ্বল)।।