চল্‌তি ভাষার পুঁথি

যে দিন কৃত্রিম ভাষা দুর্বিষহ লানতের মত
কিম্বা দুঃস্বপ্নের মত শ্বাসরোধ করিল তোমার
(সংস্কৃত সাধু ভাষায় বেড়াজাল করিল তৈয়ার,
টোলের পণ্ডিত; পুঁথি), সেই দিন ভারঅবনত
সম্মুখে চলার গতি রুদ্ধ হল, বেদনা-বিক্ষত
হে জীবন্ত মাতৃভাষা! হলে তুমি মৃত্যুর শিকার।
দুই চোখে নেমে এলো কাল সিয়া রাত্রির আঁধার,
অচেনা পিঞ্জরে দেখি রক্তমাখা প্রাণ শরাহত!

দুঃসহ দুঃখের পালা শেষ হ’ল একদা, যেদিন
মুক্তি পেল জীবনের ভাষা, আর নিরুদ্ধ জবান
জিন্দানের রাত্রিশেষে পেল খুঁজে রোশ্নি অমলিন;
আড়ষ্ট প্রহর শেষে যেন সে উচ্ছল বহমান
কূলপ্লাবী নদী এক পূর্ণতার পথে সুরঙ্গিন
জীবন্ত ভাষায় দীপ্ত পরিপূর্ণ যৌবনের গান।।