ধনতন্ত্র ও সাম্রাজ্যবাদ সংকীর্তন

মাকড়সা জাল ফেলে বহু দেশ দেশান্তর ছেয়ে
ইয়ার্কির ছলে নয় ঔদরিক আগ্রহের সাথে,
ধরা পড়ে মশা মাছি ষড়যন্ত্র কঠিন ঊর্ণাতে
ধরা পড়ে যাবতীয় সাবালক ছেলে আর মেয়ে।
দেহের বেসাতি করি বাঁচে নারী পথ নাহি পেয়ে
পদলেহনের পদে রূপায়িত কৃতার্থ পুরুষ
অতি কৃতজ্ঞতা হেতু চেটে খায় সজ্ঞান বেহুঁস
প্রভু-পরিত্যক্ত মাল নর্দৰ্মার খোলা পথ বেয়ে।

অবশ্য মোহন রূপে মাকড়সা ফেলে তার জাল
শ্বেত দ্বীপ হ’তে, কভু দুনিয়ার উল্টা পিঠ হ’তে:
ধনতন্ত্র জারজের শিশু নিত্য পাকায় কাঁঠাল
বুদ্ধিহীন জনতার ন্যূব্জ পিঠে প্রকাশ্য আলোতে
সাম্রাজ্যবাদের চাপে সাক্ষীদের বাঁকানো কাঁকাল
বৈকালিক প্রসাধনে ভেসে চলে বারাঙ্গনা স্রোতে।।