দুই মৃত্যু

দুই মৃত্যুর মাঝখানে মোরা দাঁড়ায়েছি আজ এসে!
হে মুসা কালীম! দেখ চেয়ে পিছু কারুণের বেষ্টনী;
জাগে ফেরাউন নির্ভীক সম্মুখে!

পুতুল পূজার রাত শেষে এল
আত্মপূজার রাত,
এল কারুণের আজদাহা লোভ
নেমে এল সংঘাত
আবার নতুন বেশে!

তুমি জানবে না হে মুসা কালীম!
আখেরী এ জামানাতে
দুই মৃত্যুর মাঝখানে মোরা
কেন দাড়ায়েছি এসে?

তুমি ভেবেছিলে হেরার সূর্য
ঘোচাবে যে জুলম্মাত
সেই প্রভাতের শেষে কোনদিন
আসবে না কালরাত;
তবু সে এসেছে ফিরে
নিজের দু আঁখি বন্ধ করিয়া
অন্ধ নয়ন নীরে।

সাত আসমান পার হ’য়ে তাই
ওড়ে না গানের পাখী
অন্ধ জড়ের আঁস্তাকুড়েই
বিফলে সে মরে ডাকি’…

সে বেদনা নয়- ।
তুমি জানবে না,- শুধু এ বেদনা মোর
তবুও জানাতে চাই
ফেরাউন আছে, র’য়েছে কারুণ
শুধু যে মুসা-ই নাই।।