দুর্লভ মুহূর্ত

এমন মুহূর্ত আসে এ জীবনে (হয়তো ক্বচিৎ
সে মুহূর্ত, তবু আসে, তবু ফিরে আসে)
যখন বিক্ষত মন ব্যথা কিম্বা বিষণ্ণ সন্ত্রাসে
পড়িতে চাহে না বাধা, ফিরে পেতে চায় না সম্বিৎ?

ফিরে পায় তপ্ত বক্ষে যে মুহূর্তে হারানো সঙ্গীত
আকাশের, বাতাসের,- শিশির ঝরানো ঘাসে ঘাসে,
সমুদ্রের হৃদপিণ্ডে অথবা প্রিয়ার বাহুপাশে
প্রাণের মূর্ছনা মেশা জীবনের আশ্চর্য ইঙ্গিত।

জন্ম নেয় কবিতার রক্তদল তখনি জীবনে,
-যে কবিতা মিশে আছে পৃথিবীর অরণ্যে, পাহাড়ে,
যে কবিতা অর্ধস্ফুট গোলাপের পাত্রে সংগোপনে
সুরভি প্রশ্বাসে আর বিগত রাত্রির অশ্রুধারে,
শিশির;- প্রকাশ যার নিজেরে হারায়ে বারে বারে
কাঁদিয়াছে বহু বর্ষ অন্ধকার মাটির বন্ধনে।