এই বিধ্বস্ত শহর

এখানে শহর ম্লান, জরাগ্রস্ত জননীর মত
রেখেছে বিশ্রান্ত বুকে টেনে রুগ্ন অসংখ্য সন্তান,
সন্ধ্যায় জ্বলে না আলো, মধ্যদিন যার ছায়া-ম্লান
দুর্বিষহ জিন্দেগানি বয়ে চলে ভার অবনত।
বিস্বাদ জীবনে ক্লান্ত অথবা সে বেদনা-বিক্ষত।
বয়ঃবৃদ্ধ ভিখারিণী (কারু কাছে পায় না সম্মান,
নিজেরে লুটায়ে দিয়ে পায় না সে কোন প্রতিদান);
অপমৃত্যু ম্লান পথে প’ড়ে আছে ক্লান্ত, শংকাহত ..

যেন সে মুমূর্ষ আত্মা! অস্ফুট দীপের ক্ষীণালোকে
পায়নি ভাগ্যে তার অপসৃত জীবনের দাম,
পায়নি বিমর্ষ ভোরে যে কখনো সূর্যের আলোকে
প্রশান্তির শুভ্র রেখা- অফুরন্ত মুক্তির কালাম…
প্রসারিত করপুটে ভিক্ষা চেয়ে আঁখি ঘেরা চোখে
যে পেয়েছে চারপাশে দীনতার নূর জাহান্নাম।।