ইডেন গার্ডেনে

কিছু না ভাবিয়ো সখী, মধুমাস ইডেন গার্ডেনে
কিঞ্চিৎ নগদে মেলে। বোতলের মুখে শাদা ফেনা।
এমন সোনালি সন্ধ্যা আর বুঝি কভু ফিরিবে না
ধরা দাও, ধরা দাও কুটিল কটাক্ষ-জাল হেনে।
আহা, সে মাণিক ছাড়া আর কেবা মাণিকেরে চেনে।
যে মধু লুটিতেছিল পাংশুবর্ণ বন্ধুবর্গ ম্লান
উপযুক্ত মূল্যে আজ পেল তার সুসম্পূর্ণ দান
চলো সখী, সভ্যতার পূর্ণদান রিক্ত দেহে টেনে।

সিফিলিস? গনোরিয়া? সাজানো তো র’য়েছে ক্লিনিক!
কি লাভ ভাবিয়া আজ শৃঙ্খল কঠিন শরিয়ত
নতুন সভ্যতা! আহা, করিয়াছে মুক্ত কত পথ!
পর্দার আড়াল ভাঙো, ভেঙে দাও অন্দরের শিক,
প্রতীক্ষিছে বন্ধু পথে (সেই সাথে মিলিবে নগদ);
তোমার ব্লাউজে জাগে লাল দিন জেনেছি সঠিক।।