একটি বিদেশী কবিতার ছায়া অবলম্বনে

ফেরাউন চেয়েছিল একদিন ছুরির খোঁচায়
বনি ইসরাইল বংশ একেবারে করিতে নির্মূল,
কিন্তু সেই অহংকারী করিল যে মারাত্মক ভুল
তার সংশোধন আর এ জীবনে হ’ল নাক হায়।
অকথ্য নির্বুদ্ধি নিয়ে ডুবিল সে নীল দরিয়ায়।
হাজার জুলুম সংয়ে বেঁচে গেল বনি ইসরাইল
অতলে ডুবিল শুধু সে দাম্ভিক হিংস্র আজাজিল;
তবু তার বংশধর বাঁচে আজো হীন দুরাশায়।

এদের আরব্ধপথ ধরিত যদি সে ফেরাউন
আরো আধুনিক ভাবে নিত যদি সে অন্য কৌশল
অকারণে হাড়ে তার লাগিত না ভয়ংকর ঘুণ
নির্বোধ সে বোঝে নাই চোরা মার প্রয়োগের ছল;
বিশ্ববিদ্যালয় যদি ফাঁদিত সে কেরানীর কল
অবশ্য সহজভাবে পেত মূখ আশার দ্বিগুণ।।