ফাঁদ

ঘুঘু দেখবার আগে এ জীবনে এতগুলো ফাঁদ
ক্রমশ দেখতে হ’ল যার ফলে ঘুঘুর কথাটা
অবলীলাক্রমে চাপা পড়ে গেল কোন পায়ে হাঁটা
সংকীর্ণ পথের ধারে। অতঃপর দেখেছি আবাদ;
শহরে, জনতারণ্যে – ঘুঘু নয়, শুধু তার ফাঁদ,
মধ্যে মধ্যে শুনি তবু ক্ষীণ কণ্ঠে অহেতু বচসা
তোলে তীব্র প্রতিবাদ: কেন এই ঘুঘুর ব্যবসা
নির্বিঘ্নে সমাধা হয় উক্ত জীব পেলে নির্বিবাদ।

কিভাবে ও স্বল্পমূল্যে প্রতিদিন ঘুঘু ধরা যায়-
কি উপায়ে সফলতা এ কথাটা ফাদ ভাল জানে।
তাই আমি দেখিয়াছি প্রতিদিন সকালে সন্ধ্যায়-
দলে দলে ঘুঘু আসে ফাঁদের সে নৈর্ব্যক্তিক টানে;
ঘুঘুর করুণ মৃত্যু প্রত্যহ ছড়ায় সবখানে
ফাঁদের প্রগতি ক্রমে উন্নতির সীমানা ছাড়ায়।।