ফেরদৌসী

আদিম অরণ্যে আর আদিম সমুদ্রে যত সুর
সম্মিলিত ভাবে ওঠে নভঃনীলে বজ্বের নিঃস্বনে,
দিয়ে যায় পরিচয় শংকাহারা কুণ্ঠহীন মনে
পাড়ি দেয় শিলাপথ, জনপদ, অরণ্য বন্ধুর,
জেগেছে তোমার কাব্যে তত সুর – আবেগ অশ্রুর,
বিচিত্র চরিত্র যত প্রাণবন্ত ছন্দের বন্ধনে
দিয়ে গেছে পরিচয় শংকাহারা কুণ্ঠাহীন মনে;
দেখেছে, জেনেছে মূল্য জীবনের অথবা মৃত্যুর।

শতাব্দীর অন্ধকার দীর্ণ করি’ তাই জেগে আছে
তোমার মহৎ কাব্য অম্লান আভায় জীবনের,
মিশেছে তাজ ও তখ্ত কায়কোবাদ, কায়কাউসের
তোমার অরণ্য তবু সজীব, শ্যামল চারাগাছে,
তোমার প্রতিভা-দীপ্তি মানে নাই শতাব্দীর ঘের
আজো সে বিলায় দ্যুতি দূরতম নক্ষত্রের কাছে।।