গাথা ও গান

চেনা মানুষের মুখ, কান্না-হাসি, ভোরের নীহার,
মেহেদীর রাঙা রঙ যে অধ্যায় ক’রেছে উজ্জ্বল
‘লাজ রক্ত’ হয় কন্যা দেখে যার মুখের আদল
অথবা শাওন রাতে দুই চোখে অঝোর বর্ষার
ধারা নামে অনর্গল (নদী ভাঙে মাঠের কিনার);

সে কাহিনী, সে গীতিকা, পরিচিত, সহজ-সরল
বন বেতসের ছায় জেগে আছে শিশির-সজল
ললিত মাটির রসে গাথা, গান এ পাক বাঙলার।

মাটির, মাঠের সুর নিয়ে প্রাণে আজো জেগে আছে
কলমি লতার মত এ গীতিকা ফুলভারানত
সময়ের পরিমাপে দিন যার হয়নি বিগত
অফুরন্ত আবেদন দেখি তার হৃদয়ের কাছে।
আজো সে জুড়ায় প্রাণ তাপদগ্ধ, বেদনা বিক্ষত,
যখন চৈতালি সন্ধ্যা আনে ক্লান্তি পাতাঝরা গাছে।।