গোদা

একটি ডিগ্রীর ফলে ঝানু লিটারেট
পদস্থ কেরানী বন্ধু অতীব দাম্ভিক
জ্ঞানের বহরে তব মাথা করে হেঁট
আদিগন্ত হিমাচল, মাদ্রাজী ও শিখ।
দাসপ্রথা মজ্জাগত বহু পুরুষের
দেখায় সঠিক পন্থা ফেলে না বিভ্রমে
(কৃষ্ণা একাদশী ক্লান্তি টানে যার জের
আনো সেই অমাবস্যা বধীর পরাক্রমে)।

জাতির পংকিল ভাগ্যে প্রতীক ক্লেদের;
সাহেবের অগোচরে একচ্ছত্র তুমি,
যেমন কেঁদোর ভয়ে কাঁপে বনভূমি
তেমনি তোমার ভয়ে গতি লিভারের
কেরানীকুলের যায় মধ্য পথে থামি;
নেপথ্যে জোগাতে হয় হাজার সেলামী।।