হাতেম তায়ী

‘একেলা চলিয়া যায় ময়দানে ময়দানে’

‘ঘুরেছি অনেক আমি তায়ী পুত্র হাতেমের সাথে
হাবেদার মাঠ থেকে বাদগর্দ হাম্মাম অবধি,
দেখেছি অশেষ পথে জীবন-মৃত্যুর দুই নদী
ব’য়ে যায় এক সাথে কোন এক অজ্ঞাত বাসাতে।
সন্ধ্যার পাখীরা নীড়ে ফিরে আসে, উন্মুখ ডানাতে
রৌদ্রের উত্তপ্ত স্পর্শ, – উষ্ণ বক্ষ তৃষ্ণাতপ্ত শ্বাসে
রাত্রির কোমল স্বপ্ন গ’ড়ে তোলে নিশ্চিত বিশ্বাসে;
সূর্যের স্বর্ণাভা নিয়ে উড়ে যায় প্রথম প্রভাতে।

অকস্মাৎ এক দিন আসে ডাক গিরিশৃঙ্গ থেকে
(কি নাম সে পাহাড়ের? কোহেনেদা কাছে কিম্বা দূরে,
কেউ এলে বলে নাই, রহস্যের সেই অন্তঃপুরে
কে ডাকে, কেন সে ডাকে এ জীবনে মৃত্য-চিহ্ন এঁকে)।
চকিতে হারায় পাখী ক্ষণিকের তপ্ত স্পর্শ রেখে
সবচেয়ে সুদূরের তারকার চেয়ে আরও দূরে।।