হাতঘড়ি/দুই

ডায়ালের বাঁকা পথে ছুটে চলে এ ঘড়ির কাঁটা
দিন রাত্রি অবিশ্রান্ত সময়ের মসৃণ উপলে
আঁধারে হরফে তার আকাঙ্ক্ষার রেডিয়াম জ্বলে,
জানে না সে পাবে খুঁজে জীবনের কোন পারঘাটা!
কত নদী মিশে গেছে, মুছে গেছে কত পায়ে হাঁটা
পথ এ প্রান্তরে; – জানে না সে। জানে না, তবুও চলে
ডায়ালের বাঁকা পথে রেখাঙ্কিত এই সমতলে;
বোঝেনি সে কোন দিন কতটুকু তার পুঁজিপাটা।

তবু চলে, তবু চলে অবিচ্ছিন্ন গতির প্রবাহে,
আলো আঁধারের স্রোতে রেখে যায় বিচ্ছিন্ন স্বাক্ষর।
যান্ত্রিক চলার তালে কখন কুশলী কারিগর
প্রেরণা জোগায় তার তাপদগ্ধ পথের প্রদাহে;
জানে না সে। ছেড়ে যায় দ্রুত বেগে মুহূর্তের ঘর
ভ্রান্ত অহমিকা নিয়ে এ জীবন-মৃত্যুর উদ্বাহে।।