হে মোর আগ্নেয় বক্ষ

হে মোর আগ্নেয় বক্ষ
হে মোর আগ্নেয় বক্ষ অশ্রু কই তোমার শিলায়!
জমেছে কান্নার মেঘ তোমার শিখরে
অশ্রু কই অন্তরে তোমার?
নিরুদ্ধ কান্নার বেগে কতবার ফেটে যেতে চায়
শিলাতল,
লক্ষ ধারে বাহিরিয়া আসে তিক্ত জ্বালা-
শ্রান্তিহীন প্রবাহ লাভার,
সঞ্চিত সুতীব্র জ্বালা পৃথিবীর জমানো উত্তাপ
কত বার পার হ’য়ে আসে কণ্ঠতট;
তিক্ত বেদনার ভারে কত বার বুক ফেটে যায়;
অশ্রু জাগে না তো!
কান্না কই
হে শিলা হৃদয়
কান্না কই নয়নে তোমার?
অশেষ উত্তাপ জ্বালা পারো না কি ম্লান ক’রে দিতে
অজস্র বর্ষণে?
বেদনায় পারো না নামাতে
শ্রান্তিহীন বর্ষণের ধারা?
উষ্ণ লাভা স্রোত নয়- কান্নার অঝোর
ঝর্ণা শিশু
মুক্ত মাঠ, বন ঘিরে মরুভূর বন্ধ্যা হাহাকারে
পারো না কি মুক্তি দিতে কান্নার শিশুকে?
তাম্রাভ দিগন্ত ঘিরে হে পর্বত! হে শিলা হৃদয়!
কতকাল আকাঙ্ক্ষা কান্নার
মিশে যাবে হতাশ্বাস অগ্নিকুণ্ডে পতঙ্গের মত?
কত দিন
হায় কত দিন?