হবু ডিক্টেটরের প্রতি

তোমাকে ডাকিনি আমি শাসনের পন্থা বাতলাতে
কেননা ও কাজ তুমি ভালো জানো আমাদের চেয়ে
জাতির দোহাই দিয়ে জোগাড় করেছ মদ, মেয়ে
ওসবের প্রয়োজন অবশ্যই বিপ্লব চালাতে।
অন্তত নিজের সুখ (জড়বাদী পকেটে চালাতে
আমারো অনিচ্ছা নাই) চাই কিছু দৃষ্টি অগোচরে।
(বেঁচে থাকা সুকঠিন শরীয়তী কঠিন গহ্বরে।)
লুকায়ে সবার চোখ তাই এসো রসনা ঝালাতে।

কিন্তু সর্বনাশ কেন টেনে আনো জাতিকে খ্যাপায়ে
এ কথাটা সবিনয়ে বহুবার মুখে এনে আমি
একনায়কত্বে ভীত মধ্যপথে ভয়ে গেছি থামি
(আমার মুন্ডকে তুমি পিষে দেবে হেলায় বাঁ পায়ে
এ কথা স্মরণ মাত্র শীত রাত্রে বিছানায় ঘামি
অনুভব করিয়াছি জ্বর আসে শরীর কাঁপায়ে)।।