হরিদাসের স্বগতোক্তি

ছিল আশা প্রচারের ঘূর্ণাবর্তে, প্রচণ্ড আওয়াজে
স্বপ্নটা সুড়ুৎ ক’রে জোড়া লেগে যাবে ভাগ্যক্রমে।
লাগেনি তা হে কমরেড! সেই ক্লান্ত ব্যর্থতার লাজে
প্রেমের সলিতা মোর নিঃশেষিত হয় দমে দমে।

ছিল আশা নেতৃত্বের তিরোধানে শস্য-শ্যামা দেশ
অক্কা পাবে (অন্তত ভিত্তিতে তার ধরে যাবে ঘুণ),
সে আশাও লুপ্ত আজ; তরুণ কর্মীরা ছিন্ন বেশ
প্রদীপ্ত উৎসাহে দেখি সুসমৃদ্ধ করে তমদ্দুন।

আরবি, ফারসি ভিড় করে সাহিত্যে! নতুন খিলাফত
ঢুঁ মারে সমস্যাকীর্ণ রাজনীতির জটিল প্রাঙ্গণে!
তবে কি হেরার রশ্মি খুঁজে নেবে প্রকাশের পথ?
ধর্মনিরপেক্ষ ধূয়া ডুবে যাবে কালের গর্জনে?
দিক দিগন্তের ধারে উচ্চকিত কিন্তু শুনি কার স্বর?
কি বার্তা সেখানে ওঠে? দিতে চায় সে কার কবর?