ইতরের দার্শনিক চিন্তা

নক্ষত্রের পরিক্রমা কেন তার জানি না কারণ
আমাদের পরিক্রমা পেটের জরুরি দরকারে
পাথরে হোঁচট খেয়ে হাঁটু ছিঁড়ে চলি চুপিসারে
যেহেতু পেটের জ্বালা নাহি মানে সদুক্তি বারণ।
বিশ্বমণ্ডলের সাথে তবু এই ঘূর্ণমান মন
প্রায়শঃই চিন্তা করে: যদি কম হত এ ঘোরাটা
শাসনের বর্শা থেকে শোষণের তীব্র কাঠ ফাটা
যাবতীয় সমস্যায় হ’ত কি অনন্যসাধারণ?

সম্ভবত স্থির যারা গ্রহপতি তাঁদের কিছুটা
অস্থিরতা দেখা দিত, ছোটখাটো উদ্ধাদের সাথে
ছোটাছুটি করে তাঁরা মর্যাদায় হইতেন ঝুটা
এ কারণে স্থির তাঁরা শোষণের বলিষ্ঠ বাসাতে।
যা হোক সম্বরি চিন্তা খুঁজে ফিরি অন্ন খড়কুটা
আমরা চলেছি যারা চিরদিন মানুষ হাসাতে।।