জাগো সূর্য প্রদীপ্ত গৌরবে

আর একবার সূর্য! জেগে ওঠো প্রদীপ্ত গৌরবে।

এ অন্ধ গুহায় আজি তোমার একান্ত প্রয়োজন,
সংকীর্ণ শতাব্দী কূপে আনো আনো মুক্তির সংবাদ
ক্ষুদ্র এ গণ্ডীর মাঝে আকাশের উদারতা আনো।

আত্মঘাতী বৈষম্যের সর্বগ্রাসী ষড়যন্ত্র জালে
নিজেকে আবদ্ধ রেখে ঊর্ণনাভ সম হতাশ্বাস।
অকারণে সৃষ্টি আর করিব না পথ স্খলনের
আত্মবঞ্চনার অস্ত্রে, খুঁজিব না প্রাণের পাথেয়
যদি একবার তুমি জ্ব’লে ওঠো পূর্ণ মহিমায়।

তোমার দাহন থেকে প্রবঞ্চিত এ জীবন আজি
হ’য়েছে তুহিন মেরু- ফুলহীন, ফলশস্যহীন।
অতন্দ্র দীঘল রাত্রি জেগে শুনি ঝড়ের প্রশ্বাস,
শ্বাপদের কোলাহল শুনি। জেগে ওঠো, জেগে ওঠো
হে সূর্য! আবার এই প্রাণহীন শর্বরীর তীরে
সর্ব আবরণমুক্ত, সুপ্রতিষ্ঠ ঐশ্বর্যে প্রাণের।

যে বিপুল প্রাণৈশ্বর্যে একদিন (বহু যুগ আগে)
আকাশ জাগায়েছিলে, পৃথিবী জাগায়েছিলে আর
শূন্য মাঠে এনেছিলে যেমন সম্পূর্ণ মানবতা
তেমনি আবার এসে জাগাও এ মরু পৃথ্বিতল
এ মাটিতে গ’ড়ে যাও স্বপ্নসাধ নিখিল বিশ্বের।
বর্গী এসে হানা দেয় বারবার ঘুমন্ত নগরে
লুটে নিয়ে যায় তারা জীবনের ফুল ও ফসল
শান্তির পশরা তা’রা চূর্ণ ক’রে যায় প্রতি পা’য়।

অথচ অজ্ঞান এরা, শৃঙখলিত অভ্যাসের দাস
অন্যায়ের দণ্ডাঘাত স’য়ে যায় অভ্যস্ত জীবনে
যদিও কান্নায় ভরে আকাশের প্রাচীন খিলান
প্রত্যেক দিগন্ত থেকে শোনা যায় লক্ষ আর্তস্বর
তবু মেনে চলে এরা দ্বিধাহীন বর্গীর শাসন।

এ অন্ধ সমাজে তাই বৃথা আজ আলোর সন্ধান
যদি না জ্বালাতে পারো অগ্নিশিখা প্রত্যেক প্রান্তরে,
প্রত্যেক ঘুমন্ত মনে ঝড় যদি না পারো বহাতে
তা’হ’লে জীবন ব্যর্থ; স্বপ্ন মোর সম্পূর্ণ নিষ্ফল।

যে স্বপ্ন র’য়েছে চাপা লক্ষ অপমৃত্যুর গুহায়,
যে স্বপ্ন হ’য়েছে ম্লান ধনিকের কঠিন সঙ্গীনে
যে স্বপ্ন হ’য়েছে ব্যর্থ অসাম্যের নির্মম মরুতে
-সে স্বপ্ন সম্পূর্ণ করো। সে স্বপ্ন জাগায়ে যাও তুমি
মুমূর্ষু নিশীথে আনো প্রাণবন্ত আলোর জোয়ার
আর একবার সূর্য জেগে ওঠো প্রদীপ্ত গৌরবে।।