যেহেতু সহজ পথে

যেহেতু সহজ পথে চলাটা সহজ
সেহেতু সহজ পথ নিতান্ত মামুলি
(কৌলিন্য থাকে না ওতে), তাই তুমি রোজ
বাঁকানো পথের মধ্যে করো ঝোলাঝুলি।
হয়তো তাকাবে কেউ এই ভরসায়-
জীবন কাটায়ে দাও কঠিন প্রয়াসে
অথচ বিশেষ দিনে বাঁকা দরজায়
হুড়কো আবদ্ধ হ’য়ে ক্রূর পরিহাসে।

সহজ ভদ্রতা সোজা, তাই তো তোমার
অবজ্ঞা বাঁকানো মুখ, অথচ এ জানি
খোলসের অন্তরালে শুধু দীনতার
পরিপূর্ণ প্রতিচ্ছায়া দেয় হাতছানি।
কঠিন সে রূপ ঢাকা। – তাই তুমি রোজ
বাঁকা পথ ধরো ছেড়ে যে পথ সহজ।।