‘যেখানে’

যেখানে বিজ্ঞানবিদ তাড়া খেয়ে পালায় যেমন
অবাঞ্ছিত প্ৰাণী, কিংবা জ্ঞানী-গুণী চিঁড়ে চ্যাপ্টা প্রাণে
অভাবের তাড়নায় হয় অপমৃত্যুর ইন্ধন;
বুঝি না সেখানে আমি ‘অগ্রগতি’ কথাটার মানে।।