ঝাঁকের কৈ

দুদিন দেখিয়ে ভেল্কী বুদ্ধিমান হে ঝাঁকের কৈ
মিশেছ নিজের ঝাঁকে নির্ধারিত স্ববর্ণে অর্থাৎ
এদিকে তোমার যারা ঝাণ্ডাবাহী তারা তো অথৈ
ঘূর্ণাবর্তে পাক খেয়ে সর্ষেফুল দেখিছে নির্ঘাত
তোমার বাপান্ত করি প্রাণপণে, ঠ্যালা সামলাতে
নাকানিচুবানি খেয়ে সর্বজন সম্মুখে বেকুব;
তুমিও দেখছ সব স্বপ্ন স্বর্গ-স্বর্ণ গামলাতে
নির্বোধের কাণ্ড দেখে একচোট হেসে নিয়ে খুব।

মূঢ় জনে ফাঁকি দিতে যুগে যুগে তব আবির্ভাব
শতকে সহস্রবার বিবর্তিত নব রূপায়নে
আশ্চর্য ব্যাপার এই নির্বোধের এমন স্বভাব
প্রতিবার ফাঁদে পড়ে নিজেদেরি বিশিষ্ট অঙ্গনে
ভিতরে সম্পূর্ণ ঝুনো বাহিরে সবুজ কচি ডাব
খাও যা ধরা পড়ো প্রচার সমাপ্ত প্রাণপণে।।