ঝড়

হাজার হাজার ‘দেও’ স্বাদ পেয়ে প্রমত্ত মুক্তির
বঙ্গোপসাগর ছেড়ে চলেছে সুদূর পরীস্তানে;
আশা-নৈরাশ্যের দ্বন্দ্ব বিচ্ছুরিত বজ্রে ও তুফানে
মুহূর্তে ঘোষণা করে মুক্তি বার্তা সহস্র বন্দীর।

উড়ে যায় ঝরা পাতা, বালু-বক্ষ মেঘনার তীর
বুক পেতে নেয় সেই মৃত্যু-সুকঠিন নির্মমতা,
নিমেষে নিঃশেষ হয় শীত-বসন্তের নির্জনতা
(শিথিল হয়েছে আজ সুলেমান নবীর জিঞ্জির)।

মুক্তি পেল ওরা আজ, মুক্তি পেল সমুদ্র নিতল
নিষ্প্রাণ সুষুপ্তি ছেড়ে অগ্নি আর বাষ্পের উচ্ছাসে,
বৈশাখের মেঘে মেঘে, প্রান্তরের উন্মুক্ত আকাশে
দুর্জয়: দুর্বার: দৃঢ় (ঝরে গেছে সকল শৃংখল)।
সম্মুখে চলার পথে ওরা পিষে যাবে সমতল,
অরণ্য, শহর, গ্রাম মঞ্জিলের একাগ্র আশ্বাসে।।