জোয়ার

বন্দরে জোয়ার এল বিশাল বলিষ্ঠ অবয়ব
নিমিষে জাগিল সাড়া ঘুমন্ত বেলার স্থির জলে,
রুদ্ধশ্বাস দীর্ঘদিন পড়েছিল যেন মৃত শব;
বিপুল ত্রস্ততা নিয়ে পাঠাল সে যেন উপকূলে
সেনানীর বন্দনায় সহসা প্রস্তুত সান্ত্রীদল।
কী তীব্র গতির ঝড়ে পিষে গেল ঘুমন্ত বন্দর
জাগায়ে জীবন্ত জল, স্ফীতকায় গতিমান জল
তার আগমন বার্তা জানালে সে নিয়ে নির্ভয় অন্তর।

আমাদের সিন্ধুপোতে সে জোয়ার দুরন্ত আবেগে
সহসা অধীর হ’ল শুনি দূর দিগন্তের গান
উতলা হাওয়ার মাঝে উঠিল বিস্মৃত মোহ জেগে।
অজস্র সংঘাত, স্বেদ স্বপ্ন মোহ উন্মত্ত তুফান;
নীল স্রোতে ভাসমান সংখ্যাহীন জয়ের স্বাক্ষর
বন্দরের রশি ছিড়ে শুরু হ’ল নতুন সফর।।