‘ক্ষেতের বেড়া’

যেখানে ক্ষেতের বেড়া খায় শস্য, তরকারি, আনাজ;
সেখানে ফসল রক্ষা স্বভাবত অসম্ভব কাজ।
এ ক্ষেত্রে ভেড়ার দোষ যাবত না হয় সংশোধন,
শস্যহানি আশঙ্কাটা জেগে থাকে মাঠে ততক্ষণ।।