কিঞ্চিৎ ভূমিকা

বোঝো না যখন সূক্ষ্ম ঠাট্টা
তখনি চালাই রুক্ষ গাঁট্টা,
তখনি ভাই চাষ ক’রে যাই
নির্বুদ্ধির বিরান মাঠটা।

আশা ক’রে আছি, এইভাবে ফের
কিছুটা সুবিধা হবে ফসলের,
হবে দরকারি তরিতরকারি
হবে যদ্যপি মেজাজ খাট্টা!

কি করি, উপায় দেখি না তো আর,
ক্রমেই গরম সব্‌জি বাজার,
যদি চাও তাহ’লে আবার
কাজে লাগো চোখ না করে ভাট্টা।

হায়াত দারাজ খান হুঁশিয়ার
করে না প্রহার না ক’রে বিচার
যদি ভাঙে ঘাড় তাহ’লে নাচার
দেখে নিও কবুলতি ও পাট্টা।