কোকিল

বসন্তের গীতিকার কোকিল, বনের মুক্ত সুরে
খেলা করে, উচ্ছল আনন্দে তার নওবাহারের
জেগে ওঠে পূর্ণ রূপ, ছিটে পড়ে তারার হারের
সাতটি উজ্জ্বল তারা ডাক দেয় যখন বন্ধুরে।

নিপুণ শিল্পীর ডাকে অবিচ্ছিন্ন আসে ঘুরে ঘুরে
সুরের উজ্জ্বল পরী নিভৃত, নির্জন পাহাড়ের,
কখনো বা মৃদু স্বরে, কখনো বা দ্রুত লয়ে ফের
উজ্জ্বল ঝর্ণার মত মিশে যায় দূর হতে দূরে।

মিশে যায়, মিশে যায় উজ্জ্বল গানের সাত রঙ
মিশে যায় লঘু পায়ে আকাশের ঝিলিমিলি খুলে,
অরণ্যের অন্তরালে বাজে তবু অলক্ষ্য সারং;
আকাশ, মাটির টানে সুরের বন্যায় ওঠে দুলে।
সে সুর আমার নাই, সে আনন্দ হারায়েছি কবে,
জানি না; বিভ্রান্ত মন জাগে তবু কোকিলের রবে।।