ক্রিয়া

কালাবাজারের মেঘ বহুবর্ণে অতি জমকালো
(কারু সর্বনাশ হ’লে অবশ্যই কারু পৌষ মাস
তাই দেখি বিপদের বেড়াজালে ঢাকা এ আকাশ
আমাদের ক’ বন্ধুর ভাগ্যে হ’ল আতিশয় আলো)।
দুর্ভিক্ষের ইতিকথা (লোকে বলে: ক্লেদাচ্ছন্ন কালো
মোরা দেখি বিপরীত প্রতিদিন ব্যবসা ফলাও
চোরাবাজারের মাঠে রামাশ্যামা মেরে যায় দাঁও
আমাদেরও তহবিল সাথে সাথে হয়েছে জোরালো)।

মানুষ মরেছে বহু, অমন তো হামেশাই হয়-
যেখানে উজ্জ্বল বাতি সেখানেই অমাবস্যা রাত
ন্যায়শাস্ত্র ঘেঁটে আর মনে কোন রেখ না সংশয়
চোরের নাইকো ভয় পথে যদি না পড়ে ডাকাত
লোকলজ্জা, পরনিন্দা ওই সব স্রেফ ভুয়ো বাত
মোদের গণ্ডার চর্মে জেনো কভু বিঁধিবার নয়।।