কুতুব তারা

এখানে কুতুব তারা জেগে আছে দৃষ্টি মেলে তার
আকাশের এক প্রান্তে। অরণ্যে, সমুদ্রে, বিয়াবানে
যারা চলে দিশা ভুলে মঞ্জিলের বিভ্রান্ত সন্ধানে
একাগ্র অন্তরে শুধু রোশ্নি চায় কুতুব তারায়।
রাজ্য, রাজধানী ভাঙে, ভেঙে পড়ে প্রাচীন মিনার,
সময়ের খরস্রোত অন্ধকারে জটিলতা আনে,
কাফেলা হারায়ে যায় আঁধারের উদ্দাম তুফানে;
উদভ্রান্ত রাত্রির মাল্লা খোঁজে স্থির দীপ্তি তারকার।

জুলমাতের এলাকায় হে নিঃসঙ্গ, খিজিরের মত
আবে-হায়াতের তুমি পেয়েছো সন্ধান; চিরন্তন
সত্যের পেয়েছো অভিজ্ঞান। অন্ধকারে শংকাহত
দিক-ভ্রান্ত প্রাণে তাই দিয়ে যাও আশ্বাস নূতন
(নূতন প্রেরণা দিয়ে, দীর্ণ করি কুহক বন্ধন
মঞ্জিলের পথে গতি চির দিন রাখো অব্যাহত)।।