লালবাগ কেল্লা

চিরন্তন এ সময় (বলে ওরা: স্থির হয়ে আছে),
তবু আসে রাত্রিদিন, ঘূর্ণমান জোয়ার ভাটায়
ভোরের সোনালি রঙ, সন্ধ্যার রক্তাভা মুছে যায়
জীবন-মৃত্যুর তালে কিম্বা আলো আঁধারের নাচে।

ক্ষণপ্রতীক্ষায় ফুল ফুটেছিল যত চারাগাছে,
নিভৃতে হেনার মতো যারা হেসে সুরভি বিলালো;
তাদের দু’চোখ থেকে মুছে গেছে জীবনের আলো;
নিঃশেষে লুটালো তারা চিরন্তন সময়ের কাছে।

কেল্লা লালবাগ! তুমি সময়ের নির্জীব শিকার,
তোমার আরক্ত বর্ণে নাই সেই উজ্জ্বল জৌলুষ,
তোমাকে ফেলেছে ঘিরে সময়ের খর তরবার
যুগান্তের ঘূর্ণীস্রোত ঘিরেছে তোমাকে নিরঙ্কুশ।

মৃত্যু ও ক্ষয়ের স্পর্শে তবু তুমি হওনি কলুষ;
আজাদী ঊষার তীর দেখি আজও গৌবর তোমার।