লোকসাহিত্যের নায়িকা

‘শিঙ্গার করিয়া বিবি বামে বান্ধে খোঁপা,
তার পরে তুলে দিল গন্ধরাজ চাপা।।’

যে নারী শিঙ্গার শেষে গুঁজে দিতো গন্ধরাজ, চাপা,
বঙ্কিম খোঁপায়, কিম্বা কলহাস্যে সেহেলির সাথে
দাঁড়াতো অলিন্দে এসে কাল চুল নিয়ে ‘পিঠ-ঝাঁপা’
পুঁথির নায়ক এলো তার দ্বারে দুরন্ত আশাতে।
লাস্য লীলা ছেড়ে নারী অস্ত্রে বর্মে সাজিল নিমেষে
(যোদ্ধবেশে অপরূপ দাঁড়ালো রূপসী সোনাভান)
বাজুর কুয়তে সেই অতুলন সুদূর বিদেশে
পারিল না জিনে নিতে বিজয়ী হানিফ পাহলোয়ান।

যুগ যুগান্তর ধরে এ কাহিনী বাসা বেঁধে আছে
রূপে রসে পরিপূর্ণ গণ-চিত্তে এ পাক-বাংলার,
সবুজ, সতেজ, স্‌নিগ্ধ জীবনের বহু চারা গাছে
বিহঙ্গ, বিহঙ্গী নামে কল্পনার পাখায় সওয়ার।
কাহিনীর পুরোভাগে নেমে আসে নায়িকা পুঁথির
কাল চুলে চাঁপা ফুল দীর্ণ করে রাত্রির তিমির।।