মান্যবরেষু

টাকা শক্তি মান এই তিন স্বপ্নে হল তিন মন
সূতরাং মান্যবর ব্যতিব্যস্ত তিনের সংঘাতে
পান না সময় খুঁজে; কাজ তিনি করেন কখন?
মস্তিষ্ক উত্তপ্ত থাকে সমভাবে রাত্রে ও প্রভাতে।
মোসাহেব দল নিত্য টেনে চলে ও তিনের ফিতা
ভাড়াটে দালাল এসে যোগ দেয় সকাল-সন্ধ্যায়
ইত্যাকার গণ্ডগোলে জনতার জনপ্রিয় মিতা
প্রত্যহই মিশে যান ব্যস্ততার স্ফীত দরিয়ায়।

জাহাজের খোঁজে তাঁর কেটে যায় নির্ধারিত কাল
আদার ব্যাপারী যারা মরে তারা কোথা কোন ফাঁকে
সে খবর রাখবার কই আর হয় সে কপাল।
অপিচ বিব্রত যিনি রস দিতে নিজের তামাকে
কি ভাবে করান তিনি ইতর জনারে ধূমপান
সে কথা বোঝে না হায় মূঢ়মতি জনতা অজ্ঞান।