মোতিঝিল

অর্ধস্ফুট কুয়াশায় মোতিঝিল- পথের মঞ্জিল
মনে হল সারি বাঁধা খেলাঘর র’য়েছে সাজানো,
উজ্জ্বল ছিল যে দিনে এখন সে স্বপ্ন-ছায়া-ম্লান
রাত্রির কিনারে এসে অকস্মাৎ আচ্ছন্ন; নিমীল।

এখানে চলন্ত স্রোতে থেমে গেছে, দিনের মিছিল
এখানে ভুলেছে গতি নীড় রচনার প্রত্যাশায়,
ঘুমের খবর নিয়ে রাত্রি নামে মন্থর হাওয়ায়
বাধাবন্ধহীন; তবু জিজ্ঞাসায় সংশয়-সর্পিল।

শীতের পাখীর মতো এলো যারা অচেনা প্রান্তরে
হয়তো ভুলেছে তা’রা ফেলে আসা অরণ্যের ডাক,
সন্ধ্যার পাখার নীচে মুখ গুঁজে রয়েছে নির্বাক!
সংক্ষিপ্ত সময়। তাই বালুচরে অথবা শহরে
চৈত্রতপ্ত দিনে যা’রা বেঁধেছিল একদা মৌচাক
উড়ে যায় তারা আজ বহু দূর পথে বনান্তরে।