ময়নামতীর মাঠে/তিন

অঘ্রাণে হিমের রাতে অনেকেই দেখেছে আবার
কাকজোছনার সাদা কাফনে শরীর ঢেকে রেখে
শ্রান্ত সেই মুসাফির এসেছে সুদূর দেশ থেকে;
আমন ধানের মাঠে এনেছে লুকিয়ে গুলনার।
রাতের দু’চোখে ঝরে শবনাম অশ্রুকণা তার,
পাশ দিয়ে বয়ে যায় মধুমতী নদী এঁকেবেঁকে
ব’য়ে যায় বহু দূরে, যায় না স্মৃতির চিহ্ন রেখে;
যে পথ এনেছে ফেলে তাকায় না সেই পথে আর।

তবুও সে তাকিয়ে থাকে প্রতীক্ষায় করে যে নির্ভর
আমন ধানের শীষে জাগে যার স্বপ্ন ও প্রত্যাশা
যে চায় অশ্রুর বুকে জীবনের অর্থময় ভাষা,
মৃত্যুর তুহিন স্পর্শে খােঁজে মুক্ত প্রাণের খবর,
দু’চোখে জড়ায় তার অঘ্রাণের হিমেল কুয়াশা,
ময়নামতীর মাঠে মেলে না তাে প্রশ্নের উত্তর।।