মুহুর্তের গান

ভোলো যুগান্তের কথা, ভুলে যাও দীর্ঘ শতাব্দীর
খতিয়ান, কাম্য এ মুহূর্ত শুধু, মুহূর্তের গান
আকাশের রঙ নিয়ে দুই চোখে জাগুক অম্লান,
ঘাসের সবুজ শীষে জমে ওঠে যেমন শিশির।

অথবা উল্কার মত নিক্ষিপ্ত এ আকাশের তীর
উজ্জ্বল আলোকে তার জীবনের শোনে কলতান,
পারে না হাওয়ার স্তর কিম্বা কালো রাত্রির তুফান
রহস্যের পথে কোন বাধা দিতে সে পথ-যাত্রীর।

‘কালের সুরাহি থেকে’ ঝরে যাওয়া কণিকা এ সব
বিচ্ছিন্ন মুহূর্ত গড়ে কত শতাব্দীর খেলাঘর,
নৈঃশব্দ্যের বিয়াবানে করে কোটি কণ্ঠকে সরব,

ক্ষণিকের অবকাশে রেখে যায় রক্তিম স্বাক্ষর!
তারপর মিশে যায় কীটাণুর ক্ষীণ অবয়ব
কোন দিন, কোন খানে আর যার মেলে না খবর।