নাম মাহাত্ম্য

দুনিয়া জাহান সকলি তোমার,- কি বলো ইয়ার!
নাম মাহাত্ম্যে বেবাহা মালের তুমি হকদার!
শুধু মুস্লিম নামে এতখানি যদি হয় ভাই
তাহ’লে দেখছি নাফরমানের কোন ভয় নাই,
কারণ কখনো করি নাই কাজ মুসলমানের,
লোক-লজ্জায় পরি নাই তাজ, মুসলমানের,
ধ’রেছি হামেশা জোচ্চুরি- ঘেঁষা সাজ বেরদর!
রেস খেলে হেসে উড়িয়ে দিয়েছি আস্ত শহর,
করেছি দলীয় ত’বিল লোপাট বাঁচাতে এ ঠাঁট,
করেছি পুকুর চুরি কৌশলী চক্রে বিরাট,
বাইজীর পা’য় মত্ত হাওয়ায় ভদ্র সুজন
দ্বীন ও দুনিয়া ভুলে সর্বদা করেছি কূজন,
ক’রেছি বিরান মুমিনের প্রাণ মস্জিদ ঘর,
নামাজ, রোজার ধারি নাই ধার, রাখিনি খবর,
গরীবের হক মারতে ভুলিনি যে কোন সুযোগে;
‘মুস্লিম’ নামে লাভ আছে ঢের যোগে ও বিয়োগে।
ঐ নাম বেচে দু’ পয়সা হল ব্ল্যাক মার্কেটে,
বিপদে পড়েও এসেছি বাইরে শুধু পায়ে হেঁটে,
সঙ্গদোষেই কুকাণ্ড করে হাঙ্গামা তার
দলীয় নামের দৌলতে ঘাড়ে চাপেনি আমার।

এই ব্যাপারেই দুঃখিত তুমি? পোড়ে মন দেহ?
আমার ঈমানে কেউ অহেতুক করো সন্দেহ?
তাহ’লে জানাই: কী বালাই! আমি নামে মুস্লিম,
অন্য চিহ্ন খুঁজলে মিলবে অশ্বের ডিম।
ঈমানের কথা তোলো যদি বলি: মূর্খ নাচার
জীবনে ও চীজ খুঁজিনি, খুঁজেছি মওকা বাঁচার।
উমর, আলীর ওয়ারিশ আমরা সব মুজাহিদ?
এটা তোমাদের অন্যায় কথা, অহেতুক জিদ!
য়ুনিভার্সিটি তালিম দিয়েছে বলেনি কখনো
উমর, আলীর ওয়ারিশ হ’তে বা মুজাহিদ কোনো।
আরামের পরিবর্তে কি ক’রে ভেবে হয়রান)
রোজা ও নামাজ ক’রব কায়েম, রাখব ঈমান।
‘বল্ নাচে যাই? রাত্রি কাটাই? ওটা অভ্যাস।
এশা বা ফজরে ঘুম এসে পড়ে,- যেতে দাও ব্যাস।
আর কি বল্বে? বলেছ তো ঢের,- এখনো পাপের
আছে না কি জের? আছে কি কারণ মনস্তাপের?

কি বলো? খোদার হক ছাড়া আছে মানুষের হক?
টুপি নাই যার লাগাবে সে কার টুপিতে পালক?
আহা চটো কেন? জিজ্ঞাসা করি করি না বিবাদ;
‘কবে আমাদের ছিল ইস্লামী আদর্শবাদ?’

ব্যতিক্রমের কথা বাদ দিয়ে ভেবে দেখ ফের
আমার মতন এ পাক জমিনে সাধু ঘোরে ঢের,
আমারি মতন জাতির মুণ্ড বেচে খায় কেউ,
আমারি মতন মদের ফেনায় কেউ খায় ঢেউ,
মুস্লিম নাম ভাঙিয়ে খেয়েছে আমারি মতন
এক বা দু’জন নয় (সজ্জন আছে অগণন)!

এখনো চ’লছে ঐ নাম নিয়ে পাকা তেজারতি,
লুটছে দু’ হাতে কিম্মতী মাল আজো মহারথী!
রেখেছে গরম ঘুষের বাজার পাকা খেলোয়াড়,
সুদের চক্র ভাঙ্বে কে আর না খেয়ে আছাড়!
এক পাশে কাত রয়েছে কর্জে-হাসানা; জাকাত;
কোন দেশে নাও ধর্মের নাম মূর্খ স্যাঙাত?
গরীবের পরে কেন এত কোপ? কেন চটো ভাই?
(মুস্লিম নাম দিয়ে কিছু মাল যদিচ জমাই)?
খাঁটি হ’তে আমি চাইনি, চেয়েছি আয়েশী জীবন,
যে উপায়ে হোক লুটে নিতে দাও; রাখো সারমন।।