নপুংসক

তোমার বীরত্ব জানি, তাই বলি: দাও ধামা চাপা।
ও অদ্ভুত বীরপনা আড়ালেই করিও জাহির।
অজ দৃষ্টি দিয়ে কভু পৃথিবীকে যায় নাকো মাপা
রাসভ-নিন্দিত কণ্ঠে বজ্র রব হয় না বাহির।
সিনেমার উত্তেজনা, ফুটবল মাঠে উদ্দীপনা
বুটের আঘাতে ভাঙে খেলোয়াড় কিংবা সার্জেন্টের
তোমার শক্তিকে তাই ভাবিও না বলিষ্ঠ সাধনা
ঐ শক্তি নিয়ে তুমি বড়াই কোরো না জ্বেহাদের।

যদিও পুরুষাকৃতি মনে রেখো তুমি নপুংসক
পুরুষের দল মাঝে তোমার নাইকো অধিকার।
মনিবের পদনিম্নে শ্যেন-শক্তি পায় না চটক,
রমণী-অঞ্চলতলে বড় জোর পড়ে বীর্য তার;
অতএব ফিরে যাও গুণপনা না করি জাহির
আলোক হয় না সহ্য আঁধারের ইতর প্রাণীর।।