নতুন মিনার

এস আমরা এক নতুন মিনার গড়ি
সেই সব অমর শহীদানের স্মরণে
যাদের দুর্জয় সংকল্প কোনদিন প্রতিহত হয়নি
সাম্রাজ্যবাদী আর ব্রাহ্মণ্যবাদী কূটচক্রে!

মহান নেতার সংগ্রামী আহ্বান
যে দিন দশ কোটি মজ্লুমের মনে
আগুন ধরিয়ে দিল,
সে দিন তারা উঠে এসেছিল
সত্য আর ন্যায়ের সংগ্রামে
শঙ্কাহীন
অযুত, লক্ষ মুজাহিদ!

তাদের পরিচিতি ছিল এক,
তাদের লক্ষ্য ছিল এক,
তাদের বিশ্বাসে ছিল
ঐক্যের অমোঘ প্রেরণা!

তা’রা ভয় পায়নি
সংগ্রামের কঠোরতা দেখে,
তা’রা থমকে দাড়ায়নি
শাসকের রক্তচক্ষু দেখে,
বিভ্রান্ত হয়নি তা’রা খান্নাসের মিথ্যা মন্ত্রণায়।

আদর্শের সংগ্রামে
তা’রা ছিল নির্ভীক, আপোষহীন,
সর্বস্ব ত্যাগের আহ্বানে
তা’রা ছিল আকাশের মত উদার;
আজাদীর মুক্ত সূর্য টেনে আনতে
তারা দিয়ে গেল অকৃপণ রক্তধারা!
রক্তের সেই বন্যা আমরা দেখেছি
যে বন্যায় ভেসে উঠেছে
অশেষ সম্ভাবনা-দীপ্ত
আমাদের স্বাধীন স্বদেশভূমি।

আমাদের স্বাধীনতার ইতিহাস
সে-তো অগণিত মুজাহিদের
অনমনীয় সংগ্রামের ইতিহাস!

আমাদের স্বাধীনতার ইতিহাস
নিযুত লক্ষ শহীদের রক্ত বন্যার ইতিহাস।

এস, সেই সব শহীদানের স্মরণে
আমরা এক নতুন মিনার গ’ড়ে তুলি।।