নয়া সড়ক

এক
দু’শো বছরের শেষে শুরু হ’ল নতুন সড়ক।
পিছনের ফেলে আসা পথে শুধু ছিল বিভীষিকা,
রুদ্ধশ্বাস অন্ধকারে ছিল শুধু মৃত্যুর পরিখা,
ছিল না মুক্তির আলো- ঝরোকায় তারার চমক,
উজ্জ্বল নীলাভ কোন পদচ্যুত তারার চমক
(শিশুর, নারীর হাসি ফুল আর পাখীদের গান)
ছিল না রাত্রির মেঘে প্রভাতের বহ্নি দীপ্তিমান
বন্দী বিহঙ্গের কণ্ঠে জাগে নাই আগ্নেয় দীপক।

দুই
দু’শো বছরের সেই শৃঙ্খলিত প্রাচীন সড়ক
বিগত দুঃস্বপ্ন- আজ দিগ্বলয়ে নতুন তর্জনী
(সূর্যের সান্নিধ্যে বুঝি নিশান্তের সীমানা পৃথক)
নতুন প্রাণের সাড়া যে ইঙ্গিতে ওঠে রণরণি;
মুক্ত ঝরোকায় জাগে প্রাণবন্ত তারার চমক;
নতুন সড়কে ওঠে নতুন যাত্রীর জয়ধ্বনি।।