অভ্যাস বনাম অনভ্যাস

দীর্ঘ অনভ্যাস হেতু যে কাজ করিতে অসুবিধা
(বিবেকে বাধে যা তা’ও) অভ্যাসেই পারিবে করিতে
অতঃপর চলে যাবে সাফল্যের স্বর্ণদ্বারে সিধা
আকাঙ্ক্ষিত সাঁচ্চা ঝুটা ভরে নিয়ে আপন তরীতে:
ঠিকভাবে প্যান্ট পরা, টাই বাঁধা যথাযথ ভাবে
সুসভ্য ইয়ার্কি কিছু অসভ্য মেমের খেদমতে
চুরি ও জোচ্চুরি আদি (ছিল না যা তোমার স্বভাবে)
সকলি সম্ভব হবে অভ্যাসের একক দৌলতে।

এমনকি দুনিয়ার সেরা আর্ট পদলেহনের
আয়ত্ত করিবে তুমি নির্ঘাৎ এ অভ্যাসের ফলে
অবশ্য প্রথম দিকে চঞ্চলতা জাগিবে মনের-
মনুষ্যত্ব ইত্যাকার কাল্পনিক ভূতের কবলে;
কিছু ইতস্তত ভাব বিভীষিকা নৈতিক বাঘের
ক্রমশই সরে যাবে – শূন্য কোঠা ভরিলে ফসলে।।