অনুকারক

দুদিনের সাধু হয়ে ভাতকে কহিছ পর্‌সাদ,
নতুন লালের মোহে ঢাকা দিয়ে শাদা বা সবুজ,
না-বালক চিরদিন র’য়ে গেলে সমান অবুঝ
কিছু না বোঝার আগে তেড়ে এসে করো বিসম্বাদ।
ভাবো কেহ বুঝিল না। চিরদিন তোমার সংবাদ
সকল দিগন্তপারে ছড়ায়েছে চিন্তার কাঙাল,
কখনো চর্কার সূত্র, কখনো বা ধরো ঝাণ্ডা লাল
তোমার চঞ্চল মূর্তি দেখে মনে হরিষে বিষাদ।

কভু ধর্ম-অনুসারী, কভু তারে বলে অহিফেন
শুধু অনুকরণের তীব্র শব্দ-মুখর ফ্যাশানে,
সমুদ্র-গভীর শক্তি ও জীবনে এল না সফেন-
ক্রমাগত শুনে যাও নিত্য নব ভাগাড়ের টান;
তবুও পছন্দ করি অনুকারী বালকপ্রধান
যেভাবে করিবে শেষ রাজনীতিক্ষেত্রে লেনদেন৷।