অরসিকেষু

প্রচুর প্রাণান্ত চেষ্টা করিয়াছি বোঝাতে কবিতা
কিছুতে বোঝেনি, তাই অগত্যা জোগাড় করি গদা
তোমার ধাতব মর্মে স্থূল্ধর্মী গণ্ডারের মিতা
আপাত পৌঁছানো গেল (আশা করি পাব সফলতা)।
একান্ত বাস্তবধর্মী যে পৃথিবী নিবাস তোমার
যেখানে বাণিজ্য করো অতি বাধ্য রুপীয়ার দাস
যেখানে মনের স্বাস্থ্য অবলুপ্ত রোগ প্রেতাত্মার
সৌন্দর্যের ছায়া মুছে ঢাকিয়াছে সমস্ত আকাশ।

কবিতা যে ব্যর্থ হবে সেখানে তাহাতে কিছু আর
সংশয় নাহিক মোর (নির্বাক থাকাও অসম্ভব)
অতএব ফুল ছেড়ে করিয়াছি বেত্রদণ্ড সার;
মোটা বোল বিনিময়ে পেয়ে যাব কিছু মোটা স্তব।
দু’ পক্ষেরই লাভ যাতে তাহাতে করিতে নাই ভুল
গণ্ডারের চর্ম ভেদ করে শুধু শাণিত কুড়ুল।।