অশ্রুবিন্দু

নিটোল মুক্তার মত অপ্রমেয় তোমার নিটোল
সু-দুর্লভ অশ্রুবিন্দু! সে পবিত্র জমজম বারি
নির্জিত প্রান্তরে মোর তোলে লক্ষ বারিধির রোল;
নেহারি সমুদ্র সাত- স্বপ্ন দেখি আজো আমি তারি।

তোমার অশ্রুর বুকে সংগোপন সৌর জগতের
সকল ঐশ্বর্য, স্বপ্ন, সব আলো; সব অন্ধকার।
তোমার চিত্তের পথে যে তৃষিত- প্রদোষ লোকের
মানিয়া অশ্রুর সংজ্ঞা রক্ত পূর্বাশার খোলে দ্বার।

যে কথা গুমরি মরে মরুভূর আগ্নেয় অতলে,
যে কথা পায় না দিশা তৃষাতপ্ত লাভার প্রবাহে,
যে কথা পায় না মুক্তি সমগ্র আকাশে, জলে, স্থলে,
যে কথার অন্তর্জালা অন্তহীন ব্যথা-তিক্ত দাহে

নিয়ত জ্বলিয়া ওঠে অবরুদ্ধ চিত্তের পল্বলে;
সে কথা পূর্ণতা পায় একটি নিটোল অশ্রুজলে।।