অতি আধুনিক কবিকে

সুরের প্রাচীন সংজ্ঞা ভুলে গেছ হে ‘আড়ষ্ট কাক।’
আঙ্গিকের ফাঁকি গুঁজে নিতে চাও কৃত্রিম বাহবা
(সমালোচনার ছলে পেটায়ে স্বকীয় জয়টাক)
কিন্তু সব ফেঁসে যায় যে মুহূর্তে কোন খাঁটি ধোবা
নতুন বৎসর প্রান্তে সুকঠিন পাটে আছড়িয়ে
তোমাকে পরখ করে সে মুহূর্তে খ’সে পড়ে ল্যাজ
সমালোচনার শেষে চোখ মুখ হাত ঠুকরিয়ে
কোন রূপে রক্ষা করো ধার করা ল্যাজ কিংবা ব্যাজ।

স্বগোত্রের পরিচয় টক, মিঠে, নোনতা কিছুটা
সাড়ে সাঁইত্রিশ ভাজা সাত ঘাটে গলাধাক্কা খেয়ে
জীবনের অভিজ্ঞতা হয় কিছু সাচ্চা আর ঝুটা
শ্মশানে কাটাও রাত কাব্যকুঞ্জে ঠাঁই নাহি পেয়ে।
এ সব হ’ত না যদি মানবতা বুকের তলায়
কিছুটা আসন পেত; কবিতা ফুটিত সাহারায়।।