অভিজাত-তন্দ্রা

ঘেয়ো কুকুরের ডাকে ক্রমাগত ঘুমের ব্যাঘাত,
থেকে থেকে উঠে আসে পথচারী ভিখারীর স্বর,
মনে হয় ডাস্টবিনে কাড়াকাড়ি চলে অতঃপর!
বিষম বিপদ এ যে! যতবার পণ্যস্ত্রীর হাত
নিশ্চিন্ত বিলাসে টানি ততবারই বিরক্তি-সংঘাত।
শুনি বৃদ্ধ ভৃত্য মুখে এবার কঠিন মন্বন্তর
কী আমার আসে যায় যদি ডোবে পল্লী ও শহর?
কোমল মাংসাশী দিন মোর থাক রক্তিম প্রভাত।

ব্যাংকের জমানো স্তূপ, আভিজাত্য, কৌলিন্য প্রচুর
আর সাথে নিত্য নব পণ্য-প্রেয়সীর তনুতল
নিচের আওয়াজে শুধু কেটে যায় সে মসৃণ সুর।
কুকুর লেলায়ে দাও। পলাতক ভিখারীর দল।
এবার ঘনিষ্ঠ হ’য়ে মার মুখে রাখো ওষ্ঠাধর
তোমার তনুর স্বর্গে ডুবে যাক মৃত্যুর খবর।