পদ্মার ফাটল

পদ্মার পাড়ের মত ক্ষয়মাণ জনতার তীর
সামান্য অস্তিত্ব নিয়ে শঙ্কাতুর বুকে জেগে ছিল
সর্বহারা নিরাশায়। এল ক্ষুধা, দুর্ভিক্ষ বধির
(শাসন-সৃজিত সর্বনাশ), নিমেষে পুড়ায়ে দিল
আমরা ক্লীবের দল শুনিলাম নির্বিরোধ মনে।
সে ক্ষীণ অস্তিত্ব। পথে পথে ঘরে ঘরে হাহাকার
তখনো জ্বলিছে আলো, কামোন্মত্ত আনন্দ সেতার
সব আৰ্তস্বর পিষে ফিরিতেছে বাংলার গগনে।

দু’শো বছরের খেলা। ব’লে গেল হাড়ের মিছিল
দু’শো বছরের মারীরোগ। সম্পূর্ণ রাখিয়াছিল
অন্তঃসার শূন্য করি। দেরী ছিল চরম পঙ্কিল
আঘাতের। পদ্মার পাড়ের মত চূর্ণ ক’রে দিল
সে অবশ্যম্ভাবী মৃত্যু (শাসন-সৃজিত অপঘাত)
পদ্মার দু’তীরে শুধু গাঢ়তর হ’ল কৃষ্ণরাত।।