পাক জনাবেষু

তবে কি রোজার দিনে বিড়ি আমি টেনেছি আড়ালে,
ইফতার করেছি আমি অতঃপর প্রশান্ত বদনে,
নির্ঘাত চাকুরি হেতু প্রবেশিয়া ধর্মের অঙ্গনে;
সাচ্চা ও ঝুঁটার পটকা ছুঁড়েছি কি জাতির কপালে?
ভণ্ড ফাজিলের ল্যাজ ধরিয়া উঠিতে ‘আগ্ডালে’
সমর্থন করেছি কি চুরিবিদ্যা সংস্কৃতির বনে?
চোরা ব্যাপারীর স্বপ্ন মিশেছে কি আমার স্বপনে?
আমি যে কেঁদোর বাচ্চা একথা ভুলেছি কোন কালে?

ছহী সোনাভানে মোর জ্ঞান কি কারুর চেয়ে কম?
ইস্‌লাম ফলাই আমি ব-কলমে অৰ্থ নাহি বুঝে?
কোরানের ভাষ্য বলে ‘কমুনিস্ট’ ছোকরা গরম
প্রাচীন পুঁজিতে আছে সর্ব বিদ্যা দেখে না সে খুঁজে।
না হয় জানি না আমি তার জন্য নাইকো শরম
মেজাজ দেখাবো আমি ক্রমাগত সর্বঘটে যুঝে।।