পাকিস্তানের কবি

আল্লামা ইকবাল

উচ্ছল তারুণ্য দীপ্ত পেয়েছিল একদা কামাল
স্বাধীন স্বদেশভূমি ঐক্যবদ্ধ তুর্কী নৌজোয়ান।
পৌরুষের প্রজ্ঞা-প্রাণ তুমি যার গেয়ে গেলে গান
ঘুচায়ে দেশের সীমা ছিঁড়ে ফেলে সময়ের জাল
মুস্‌লিম জাহান মাঝে আজিকে সে হয়েছে উত্তাল
সব শৃঙ্খলিত মনে জেগেছে আজাদ পাকিস্তান,
সকল স্থাণুর বুকে উঠায়েছে আজ সে তুফান;
ক্ষুদ্র বালুকণা দেখে বাঁধমুক্ত সাহারা বিশাল।

যে বালুতে কান পেতে আমি শুনি কাসিদা নতুন
বলিষ্ঠ সত্তার মাঝে পাই পূর্ণ ব্যাপ্তির আশ্বাস:
সব মুমিনের দিল মুস্তফার অটুট ভবন।

ধুলি মুষ্টিকণা মোর লভিয়াছে সমগ্র আকাশ
নির্জীব শিরায় শুনি উজ্জীবিত ঝড়ের স্পন্দন
খুদীর দিগন্তে জাগে জীবনের একাগ্র বিশ্বাস।